বাংলার খবর২৪.কম,টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাওশি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল মালেক (৩০) এবং শেরপুরের মো. লুৎফর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম জানান, ঢাকা থেকে জামালপুর গামী একটি পিকআপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর আছিমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অভি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপের চালক আব্দুল মালেক নিহত হন। আহত হন অন্তত ১০ জন। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তির পর লুৎফর রহমান নামে আরো একজন মারা যান।
আহদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান