ঢাকা: নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ বলেছেন, বড় দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে যেভাবে জড়িয়ে পড়ছে এবং সমর্থন দিচ্ছে তাতে আমার মতে, এ নির্বাচন দলীয় করাই ভালো ।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার যদি এমন কোনো আইন করতে চাই তাহলে আমাদেরকে জানাতে হবে।’
তিনি আরো বলেন, আচরণ বিধি সবাইকে মানতে হবে। যারা নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন তাদের সবাইকে অবশ্যই আচরণ বিধি মানতে হবে। আচরণ বিধি না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নেওয়াজ বলেন, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপার ইসির যতটা শক্ত হওয়ার দরকার ততটাই হবে। আচরণ বিধি লঙ্ঘন রোধে আমরা ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। যত দিন যাবে ম্যাজিস্ট্রেটের সংখা বাড়বে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান