নড়াইল : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য সিটি নির্বাচনকে কৌশল হিসেবে নিয়ে আপাতত আত্মরক্ষার চেষ্টা করছেন।
তিনি বলেন, উনি মানুষ পোড়ানোর জন্য এখনো অনুতপ্ত হননি, ক্ষমা চাননি, তওবা পড়েননি। তাই আমরা মনে করি বেগম খালেদা জিয়া এখনো গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পদ্ধতির জন্য বিপজ্জনক ও হুমকি স্বরূপ।
বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশে আমরা যে সাময়িক শান্তি এবং স্বস্তি দেখছি, তা যদি স্থায়ী শান্তিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমাদেরকে খালেদা জিয়া এবং তার সন্ত্রাসীদের সম্পূর্ণরুপে পরাজিত করতে হবে। তা না হলে বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া নিরাপদ হবে না।
জাসদ নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা জাসদের সভাপতি এডভোকেট হেমায়েতুল্লাহ হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট রবিউল আলম, সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল জেলা জাসদের সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম খান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ আরিফুল ইসলাম পান্তু সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও লায়লা সুমন পশমী প্রমূখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান