ঢাকা : বাংলাদেশ পুলিশের ১২৫ নারী সদস্যের একটি এফপিইউ (Formed Police Unit) জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিচ্ছেন। এই নারী সদস্যের দলটির কমান্ডারের দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার আতিয়া হোসনা।
বৃহস্পতিবার রাতে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিমান বন্দরে বিদায় জানাবেন।
উলেখ্য, বাংলাদেশ পুলিশের অপর একটি নারী এফপিইউ হাইতিতে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছে। বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার তিনশত ঊনসত্তর জন সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।