ঢাকা : অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু (২৬) হত্যার ঘটনায় গ্রেফতার দুই মাদ্রাসা ছাত্রকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসাছাত্র জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
ঢাকা মহানগর হাকিম আতাউল হক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৩১ মার্চ দুপুরে জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম ইউনূস খান শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার ওই হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনকে আসামি করে ৩০ মার্চ রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের গ্রেফতার দেখানো হয়।
মামলার অপর আসামিরা হলেন- হত্যার সঙ্গে প্রত্যক্ষ জড়িত আবু তাহের ও পরিকল্পনাকারী মাসুম।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে নিহত বাবুর ভগ্নিপতি চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাবুকে হত্যার পর সোমবার সকালে জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে ওই দুই মাদ্রাসাছাত্রকে আটক করে। আবু তাহের পালিয়ে যায়।
প্রসঙ্গত, সোমবার সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ী দিপীকার ঢাল এলাকার বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান