পাবনা : পাবনায় রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রেলগেট এলাকায় আসলে সফুরা বেগম (৫৫) নামের ওই নারী ট্রেনে কাটা পড়ে গুরুত্বর আহত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি মারা যান। তিনি ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালি মহল্লার মৃত আবুল হাশেম আলীর স্ত্রী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সাড়ে ১১ টার দিকে ওই সফুরা বেগম ঈশ্বরদী রেল গেট এলাকায় রেললাইন পার হয়ে একই উপজেলার রূপপুর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রেলগেট এলাকায় আসলে ওই মহিলাটি অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। এতে তার বাম হাত, পা কেটে যায়। তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জিআরপির ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান