ঢাকা : নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের এপিএস ওসমান গণি, দুই ড্রাইভার শরিফুল ইসলাম খান ও খোকন মিয়া এবং বাবুর্চি আব্দুর রহিদের জামিনের আবেদন নামঞ্জুর করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার ওই আদালতের বিচারক মো. কামরুল ইসলাম মোল্লা তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
তাদের গত ১০ মার্চ গ্রেপ্তারের পর গুলশান থানার ২৫(২)১৫ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলাটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাঁর ব্যাক্তিগত সহকারী শিমুল বিশ্বাস, প্রেস-উপ সচিব মারুফ কামাল খান, নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ ১৪ জন আসামি।
গত ১৬ ফেব্রুয়ারি পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে গুলশান ২ নম্বর গোলচত্ত্বরের সামনে বেলা ১২টা ৪০ মিনিটের সময় বোমা বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ১৬ জন আহত হওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন জনৈক ইসমাইল হোসেন বাচ্চু।
উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গত ১০ মার্চ রাত ১০টার দিকে উত্তরার বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের অভিযোগ।