বাংলার খবর২৪.কম,লক্ষ্মীপুর : কারচুপি ও অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে
ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজী মোস্তফা কামাল (কাপ-পিরিচ)।
রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তিনি এ ঘোষণা দেন।
বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মোস্তফা কামাল অভিযোগ করেন, অবৈধ ভোটে বাধা দিলে ১০টি কেন্দ্র থেকেই তার এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন দেওয়ানের (মোটরসাইকেল) লোকজন। তাছাড়া তার কর্মী-সমর্থকদের কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না। তাই তিনি নির্বাচন বর্জন করেছেন।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাছির উদ্দিন জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।