বরিশাল : বরিশাল মুলাদী উপজেলায় পরীক্ষা চলাকালীন সময় অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন জুয়েলকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসুদ এ দণ্ডাদেশ দেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরীক্ষা চলাকালীন সময় ডিগ্রি কলেজ কেন্দ্রে জুবায়ের হোসেন অবৈধভাবে প্রবেশ করেন। এ সময় তাকে সতর্ক করে কেন্দ্র থেকে বের হতে বলেন উপজেলা নির্বাহী অফিসার। নির্দেশ উপেক্ষা করে কিছুক্ষণ পর ফের তিনি কেন্দ্রে প্রবেশ করলে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে ও ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান