ঢাকা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২৫ যাত্রী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরো ২৭ জন।
বুধবার রাত সোয়া ১টার দিকে উপজেলার কইডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের এএসপি বেলাল হোসাইন জানান, সোনারতরী পরিবহনের বাসটি রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ ও পাঁচ জন নারী। আহত ২৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেয়া হয়েছে।
আহত যাত্রীদের বরাত দিয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুজ্জোহা বলেন, দ্রুত গতিতে থাকা বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে বাসটি আরো কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে যায়। নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে।
নিহতারা হলেন, ওই বাসের সুপারভাইজার গোপালগঞ্জের মুকসুদপুরের চাওরা গ্রামের মোহাম্মদ ভূঁইয়ার ছেলে শফিকুল ভূইয়া (২২), পটুয়াখালী মিঠাগঞ্জ এর মধুখালী গ্রামের সেলিম সিকদারের ছেলে শাহীন সিকদার (২০) ও পটুয়াখালী খেপুপাড়ার কুমিরমোড়া গ্রামের আব্দুর সালামের স্ত্রী আসমা বেগম (২৭)। বাকীদের নাম পরিচয় জানা যায়নি ।
হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের সহকারি পুলিশ সুপার বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ২৫ যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ও ফরিদপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।
বাসে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান