ঢাকা : সিটি নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
তিনি বলেন, সিটি নির্বাচন সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। কেবল সরকার দল সমর্থিত প্রার্থী, নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার সুযোগ পেলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ কমে যাবে।
বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে আফরোজা আব্বাস ও বিএনপির নেতা-কর্মীরা শান্তিবাগের এরশাদ স্কুলের সামনে থেকে দ্বিতীয় দিনের মতো প্রচার শুরু করার সময় তিনি এ কথা বলেন।
‘‘নির্বাচনী প্রচারণা চালানোর সময় জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন আফরোজা আব্বাস।’’
তিনি বলেন, আব্বাসের নামে যে মামলা আছে তা রাজনৈতিক, মিথ্যা ও হয়রানিমূলক। আশা করি, অবিলম্বে তাঁর জামিনের ব্যবস্থা করা হবে। জামিন পেলেই মির্জা আব্বাস প্রচারে নামবেন বলে জানান তিনি।
ইতিমধ্যে রাজধানীর শান্তিবাগ, মালিবাগ মোড়, চামেলীবাগ ও শান্তিনগর এলাকায় প্রচার চালান। এ সময় আফরোজা আব্বাসকে প্রচারপত্র বিতরণ করতেও দেখা গেছে।