লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় দুটি তাজা গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ১নং শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট সীমান্তের পার্শ্ববর্তী কাঁঠালতলী এলাকা থেকে ভারতীয় দুটি ‘গ্যাস গ্রেনেড’ উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার ডিউটি অফিসার (এসআই) আশরাফুল আলম জানান, স্থানীয়দের নিকট খবর পেয়ে উপজেলার কাঁঠালতলী এলাকায় নির্মাণাধীন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) আল এমরান ও উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী ঘটনাস্থল থেকে দুটি ‘গ্যাস গ্রেনেড’ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এসব গ্রেনেডের গায়ে লেখা রয়েছে- ‘টিয়ার স্মক এন্টিরায়ট-ইন্ডিয়ান’। এগুলো তাজা গ্যাস গ্রেনেড বলে নিশ্চিত করেন ওই কর্মকর্তা।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম সীমান্ত এলাকা থেকে দুটি ভারতীয় ‘গ্যাস গ্রেনেড’ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান