কক্সবাজার : উখিয়ার মাছকারিয়া এলাকায় সরকারী বনভূমি দখলকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ শুরু হয়।
জেলা প্রশাসনের নির্দেশে এখানে নির্মিত অবৈধ বসতঘর উচ্ছেদ করতে গেলে এ সংঘর্ষ বাধে। এতে দখলদারদের হামলায় ১০ বনকর্মী আহত ও ৫ জন অপহরণ হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অপহৃতদের এখনো খোঁজ মেলেনি। তবে কারোর নাম ঠিকানা পাওয়া যায়নি বলেও জানা যায়।
দখলকারীদের সঙ্গে স্থানীয় সরকারদলীয় লোকজন নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়. নির্বাহী মাজিস্ট্রেট এর নেতৃত্বে র্যাব, পুলিশ, বিজিবি, অনসার ও বনকর্মীরা বুল্ডোজার নিয়ে ঘটানাস্থলে যাওয়ার চেষ্টা করলে দখলদাররা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে উখিয়ার দুর্গম পাহাড়ে মাছকারিয়ায় জঙ্গী প্রশিক্ষণ ক্যাম্প নির্মাণ করছে মর্মে সংবাদ প্রকাশ হলে প্রশাসন গোয়েন্দা বিভাগ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।
উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস বলেন, আমরা মুখোমুখি অবস্থানে রয়েছি। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়।
রিপোর্ট লেখাকালে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান