গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বামনখালী গ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নাঈম (১৫) নিহত হয়েছে।
এদিকে ছোট ছেলেকে হত্যার ঘটনায় বাবা আজিজুল হক বাদী হয়ে বৃস্পতিবার সকালে বড় ছেলে সোহেল মিয়ার বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রমের আজিুলর হকের ছোট ছেলে নাঈমের সঙ্গে মোবাইলে গান শোনা নিয়ে বড় ভাই সোহেল মিয়ার ঝগড়া-বিবাদ হয়।
এক পর্যায়ে বড় ভাই সোহেল ছোট ভাই নাঈমের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে নাঈম গুরুতর আহত হয়। পরে আশংকাজনক আবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে সে মারা যায়।
ঘটনার পর থেকে আসামি সোহেল পলাতক রয়েছে।
পাগলা থানার ওসি বদরুল আলম খান জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান