রাজশাহী : রাজশাহীতে আঘাত হেনেছে মৌসুমের দ্বিতীয় কালবৈশাখী। সঙ্গে ছিলো বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার পর থেকে শুরু হয় ওই ঝড়। তবে বজ্রবৃষ্টি চলেছে শুরু থেকে রাত ৯ পর্যন্ত। এছাড়া ঝড় শুরুর দিকে হয়েছে শিলাবৃষ্টি।
হঠাৎ আঘাত হানা ঝড়ে-বৃষ্টিতে রাজশাহী নগরীর বেশকিছু নিম্মাঞ্চলে অস্থায়ি চলাবদ্ধতার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয় অনেক অস্থায়ী অবকাঠামো। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় আম ও লিচুসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদফতর।
এদিকে, রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, রাজশাহীতে কালবৈশাখী আঘাত হেনেছে বিকেল ৪টা ৪৭ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৬২ কিলোমিটার। এর আগেপরে প্রায় আধাঘন্টা ধরে বয়েছে ঝড়ো হাওয়া।
শুরুতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হলেও এক পর্যায়ে শিলাবৃষ্টি শুরু হয়। ৪টা ৫ মিনিট থেকে প্রায় ১০ মিনিট ধরে চলা এ শিলাবৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে এক সেন্টিমিটার। আর রাত ৯টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪৩ দশমিক ৮ মিলিমিটার।
এদিকে, রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায় প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, এই ঝড়ে বিভিন্ন জায়গা সঞ্চালন লাইনে বিঘœ সৃষ্টি হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। রাত সাড়ে নয়টার পর থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সরবরাহ স্বভাবিক হরে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান