বাংলার খবর২৪.কম,ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। ৩৫টি দোকান-ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া ছাড়াও লুটপাটের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ১০টার দিকে ফুলবাড়ি ও বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, আধিপত্ত্য বিস্তার নিয়ে সকাল ১০টার দিকে ফুলবাড়ি ও বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের চারজন আহত হয়। এসময় ফুলবাড়ি বাজারের অন্তত ৩৫ দোকানে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান