রাজশাহী : অবশেষে রাজশাহী থেকে পাখা মেললো মেঘদূত। পতাকাবাহী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি মঙ্গলবার বিকেল ৫টা ৫৬ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর ছেড়ে যায়। ৭৪ আসনের ড্যাশ-৮-কিউ-৪০০ মডেলের উদ্বোধনী ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ৪৪ জন।
উদ্বোধনের পর বিকেল ৪টা ২৫ মিনিটে মেঘদূত উড়ালের কথা ছিলো। তবে মৌসুমের দ্বিতীয় কালবৈশাখী ও শিলাবৃষ্টির কারণে যাত্রা বিলম্বিত হয়।
এর আগে বিকেলে বিমানের ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক-টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিমান বাংলাদেশের রাজশাহী জেলা ব্যবস্থাপক একে বড়ুয়া, হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান প্রমুখ।
উদ্বোধনীতে মন্ত্রী বলেন, এখন থেকে শুক্র, রবিবার ও মঙ্গলবার রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে বিমানের ফ্লাইট। রাজশাহীবাসী এখন থেকে ২৭০০ টাকায় বিমানে ঢাকা যেতে পারবেন। ভবিষ্যতে বিমানের যাত্রী সংকট মোকাবেলায় সংশ্লিষ্টদের সজাগ থাকার আহবান জানান মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি ইজিপ্টি এয়ার থেকে ময়ূরপঙ্খি ও মেঘদূত ভাড়া নেয় বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এখন থেকে বিমান দুটি প্রতি সপ্তাহে রাজশাহী ও সৈয়দপুরে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইট চলবে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল রুটেও।
এর মধ্যে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বিমান ছাড়বে বেলা সোয়া ২ টায়। বেলা ৩ টায় সেটি রাজশাহী পৌঁছাবে। আবার রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইট ছাড়বে বেলা ৩ টা ২৫ মিনিটে। ঢাকায় পৌঁছাবে সেটি বিকেল ৪ টা ১০ মিনিটে।
উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে ২০০৭ সালের ২০ র্ফেরুয়ারী পর্যন্ত এই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল করতো। পরে লোকসানের মুখে তা বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বেসরকারী এয়ারলাইন্স এই রুটে যাত্রী পরিবহন করে। শেষে চলাচলকারি ইউনাইটেডের ফ্লাইটও গত ৩ মাস যাবত বন্ধ রয়েছে।
মাঝে ২০১০ সালে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৈমানিক প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি যাত্রীবাহী বিমান চালু করার উদ্যোগ নিলেও তা আর আলোর মুখ দেখেনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান