চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইসলামী মাহফিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে এসআইসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে।
এ ঘটনায় পুলিশ ৩০জন নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ জনকে আসামি করে মামলা করেছে। এ মামলায় ৯জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
সোমবার রাত পৌনে ১টায় অনুমতি ছাড়া তাফসির মাহফিল এবং সরকারবিরোধী বক্তব্য দেয়ায় পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটেছে।
ভোলাহাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার সুরানপুর তিলোকীতে সোমবার সন্ধ্যায় স্থানীয়রা অনুমতি ছাড়ায় তাফসির মাহফিলের আয়োজন করে। এসময় তারা সরকারবিরোধী বক্তব্য দেয়া শুরু করলে খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১টায় মাহফিল বন্ধ করতে বলে। এতে উত্তেজিত মাহফিলের লোকজন পুলিশের ওপর ইটপাটকেল, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় এসআই শিশির কুমার, এএসআই শুকুর আলী, পুলিশ সদস্য শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আবুল কালাম, মাইনুল হোসেন ও আব্দুস সাত্তার আহত হন।
একপর্যায়ে পুলিশ ৪ রাউন্ড শর্টগান ও চাইনিজ রাইফেলের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক খান জানান।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় এসআই আব্দুল মজিদ বাদী হয়ে রাতেই ভোলাহাট থানায় ৩০জন নামীয়সহ অজ্ঞাত আরো দেড়শ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।