জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হবে এমন সম্ভাবনাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকে এভাবেই কেটে যায় শ্বাসরুদ্ধকর কয়েকটি ঘণ্টা।
জামায়াত নেতা কাদের মোল্লার মতোই রাতের কোন এক সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে- এমন সম্ভাবনাকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। সপ্তাখানেক আগে থেকে ডিম ও কলা দিয়ে তৈরি করে রেখেছিল ম্যানিলা রোপ (ফাঁসির দড়ি)। সোমবার সকালেই কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয় বহুল আলোচিত জল্লাদ শাজাহানসহ জল্লাদ জনিকে।
সকালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানের ফাঁসির রায়ের রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর এবং সোমবারই রায় কার্যকর হবে- আইনমন্ত্রীর এমন ইঙ্গিতের পর ব্যস্ত হয়ে পড়ে সংবাদকর্মীরা। দুপুর থেকেই ভিড় জমাতে শুরু করেন কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে। টিভি চ্যনেলগুলো সরাসরি সম্প্রচারের জন্য কারাফটকের বাইরে নিয়ে নেয় ব্যাপক প্রস্ততি। কোন কোন চ্যানেল আবার অস্থায়ী ‘মঞ্চ’ তৈরি করে ফেলে, যাতে ভিড় এড়িয়ে সেখানে দাঁড়িয়ে ঘটনার ফুটেজ সংগ্রহ করা যায়।
বিকেল ৪টার দিকে কামারুজ্জামানের কয়েকজন আইনজীবী আসেন কারাফটকে তার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু কারা কর্তৃপক্ষ সাক্ষাতের অনুমতি না দেয়ায় ফিরে যেতে হয় তাদের। এ প্রসঙ্গে সিনিয়র জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশের কপি যেহেতু কারাগারে এসে পৌঁছায়নি তাই নিয়ম অনুয়ায়ী তার পক্ষের কোনো আইনজীবীকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। বিকেল সোয়া ৫টার দিকে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক এই প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, আদালতের রায়ের কপি জেল কর্তৃপক্ষের হাতে আসার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বিকেল থেকেই কারাগারের বাইরে জমতে শুরু করে উৎসুক জনতার ভিড়। বিকেল সোয়া ৫টার দিকে কারাগারের আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেয়ার নির্দেশ দেন ডিএমপির লালবাগ জোনের সহকারী কমিশনার। কারাগারের পার্শ্ববর্তী বিভিন্ন ভবনের জানালাও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় কারাগারের চারপাশের বিভিন্ন সংযোগ সড়ক। ফলে নাজিরাবাজারসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
কারাগারের চারপাশে পুলিশ, র্যাব, বিভিন্ন গোয়েন্দ সংস্থা এবং কারা নিরাপত্তাবাহিনীর সদস্যরা গড়ে তোলে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় ।
বিকেল সাড়ে ৫টার সময় কফিন নিয়ে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে কারাগারের ভেতর। তারও আগে কারাগারের ভেতর ফাঁসির মঞ্চ তৈরি করার জন্য নিয়ে যাওয়া হয় বাঁশও।
বিকেল পৌনে ৬টার দিকে কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেন ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার।
বিকেল সোয়া ৬টার দিকে কামারুজ্জামানের বড় ছেলে ইকবালসহ পরিবারের ৪ সদস্য কারাগারে আসেন তার সঙ্গে দেখা করতে।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাসে করে কারাফটকে আসেন কামারুজ্জামানের স্ত্রী, ছোট ছেলে, মেয়েসহ পরিবারের ১২ সদস্য। সংবাদকর্মীদের ভিড় ঠেলে কারাফটকের ভেতরে গাড়িটি প্রবেশ করতে বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।
কামারুজ্জামানের পরিবার ভেতরে প্রবেশের প্রায় ৪০ মিনিট পর রাত পৌনে ৮টার দিকে কারাগারের ভেতর থেকে বেরিয়ে আসেন সিনিয়র জেল সুপার ফরমান আলী। তাকে বের হয়ে আসতে দেখেই ঘিরে ধরে সংবাদকর্মী আর টিভি ক্যামেরা। এসময় তিনি সাংবাদিকেদের বলেন, ‘অফিস সময়ের পরও আদালতের রায়ের কপি আমাদের হাতে না আসায় এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম আজকে (সোমবার) আর করা সম্ভব নয়।’
মূলত এর পরই নিশ্চিত হয়ে যায়, সোমবার আর কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হচ্ছে না।
প্রায় এক ঘণ্টা পর রাত ৮টার দিকে কারগারের ভেতর থেকে বেরিয়ে আসে কামরুজ্জমানের পরিবারের সদস্যদের বহনকারী গাড়িটি। সাংবাদিকরা গাড়িটি ঘিড়ে ধরলেও তা না থেমে এগিয়ে যেতে থাকে ভি মাঝখানে জায়গা করে নিয়ে। এসময় গাড়ির পেছনের সিটে বসে থাকা কামরুজ্জামানের স্ত্রী, মেয়েসহ তিন জন বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। এতে কৌতূহল বেড়ে যায় সাংবাদিকদের। কিন্তু তাদেরকে এজন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
গাড়িটি সাংবাদিকদের নাগালের বাইরে চলে যাওয়ার পরপরই রাত ৮টার দিকে জেলগেট দিয়ে বেরিয়ে আসেন কামরুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল। তিনি সাংবাদিকদের বলেন, …..তার বাবার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা।….. তারা এ ঘটনায় বিচলিত নন। হাসিমুখে আমরা আব্বাকে বিদায় জানাতে এসেছি এবং হাসিমুখে চলে যাচ্ছি। এজন্য ‘ভি’ চিহ্ন দেখানো হযেছে।
তিনি বলেন, ‘আইনজীবীদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে রাষ্ট্রপতির কাছে প্রান ভিক্ষা চাওয়া হবে কি না…।’
এভাবেই শেষ হয় শ্বাসরুদ্ধকর কয়েক ঘণ্টা।