ঢাকা : রাজধানীর উত্তরা পশ্চিম থানার রিমান্ডে থাকা এক আসামিকে গভীর রাতে থানার হাজত থেকে নিয়ে সংশ্লিষ্ট জোনের সহকারী পুলিশ কমিশনারের কক্ষে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
অভিযোগ তদন্তে পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আসামিকে নির্যাতনের অভিযোগে ২৭ ও ২৮ মার্চ উত্তরা পশ্চিম থানার ওসি, পরিদর্শক ও এক এসআই উত্তরা পশ্চিম থানায় পৃথক তিনটি জিডি করেন।
বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ‘পুল ক্লাবের’ মালিক সোবহান খানকে অজ্ঞাত ব্যক্তি ৩ মার্চ রাতে গুলি করে। এতে তিনি গুরতর আহত হন। এ ঘটনার পরদিন সোবহান বাদী হয়ে সিফাত আহমেদ রাব্বিকে সন্দেহভাজন আসামি করে ৪ মার্চ উত্তরা পশ্চিম থানায় ৩২৬ ধারায় মামলা দায়ের করেন। ৫ মার্চ সিফাতকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।
পরবর্তী সময় তার দু’দিনের রিমান্ড মঞ্জুর হলে ২৬ মার্চ তাকে কারাগার থেকে উত্তরা পশ্চিম থানায় নেয়া হয়। থানায় নেয়ার সময় তিনি সুস্থ ছিলেন।
২৭ মার্চ রাতে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ শাহেদ ফেরদৌস রানা উত্তরা পূর্ব থানার দ্বিতীয় তলায় তার অফিসে সিফাতকে নেন। সেখানে সিফাতকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এরপর তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ওই রাতেই তাকে অসুস্থ অবস্থায় উত্তরা পশ্চিম থানায় ফেরত পাঠানো হয়। সুস্থ আসামিকে নিয়ে অসুস্থ অবস্থায় ফেরত পাঠানোয় ওই রাতেই থানার পরিদর্শক মঈনুল কবির একটি জিডি করেন। এরপর ওসি ও এক এসআইও পৃথক জিডি করেন।
রাব্বির বাবা ফিরোজ আহমেদ অভিযোগ করেন, উত্তরা জোনের এসি ও এডিসি তার ছেলেকে নির্যাতন করেছে। তার ছেলে এখন গুরুতর অসুস্থ।
তিনি এর সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন।
উত্তরা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসেন জানান, তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা যায় না। তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান