মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ঝড়ের কবলে শতাধিক গাছ রাস্তার উপর পড়ার কারণে ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে পুরো রাস্তাজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট।
মঙ্গলবার সন্ধ্যা সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ঝড়ের কবলে জেলার লৌহজং ও শ্রীনগর উপজেলার বেঁজগাঁও, খানবাড়ি, হাষাড়া, ছনবাড়ি চৌরাস্তাসহ অন্তত ১৫টি পয়েন্টে গাছ-পালা উপড়ে পড়ে। এ কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পুরো রাস্তাজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। হাইওয়ে পুলিশের সার্জেন্ট মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে হাষাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত মহাসড়কের উপর শতাধিক গাছ-পালা ভেঙ্গে পড়ে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত পৌনে ৮ টার দিকে ঝড়ের তীব্রতা কমে আসে। হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে ভেঙ্গে পড়া গাছের ডালপালা সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা চেষ্টা করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান