কাশিয়ানী (গোপালগঞ্জ) : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম দেশে শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের পথে রয়েছেন।
সোমবার বিকেল ৫টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে অবস্থানের পর তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
মাওয়া থেকে ফেরীতে পদ্মা পাড়ি দিয়ে দুপুরে তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ মাদ্রাসার সামনে কিছুক্ষণ অবস্থান করে বিকেলে কাশিয়ানী উপজেলার হোগলাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানেই রাত্রিযাপন শেষে বুধবার তিনি টুঙ্গিপাড়া যাবেন।
বঙ্গবীর বলেন, “জাতীয় স্মৃতিসৌধে বহুবার এসেছি, এবারই প্রথম রাত কাটালাম। সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ, কর্মীদের আন্তরিক সহযোগিতায় সিংহের তেজ অনুভব করেছি। আমার বিশ্বাস শান্তির দাবিতে দুই নেত্রী সাড়া দিতে বাধ্য হবেন।”
উল্লেখ্য প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের ফুটপাতে অবস্থান শুরু করেন।
২ এপ্রিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে অবস্থান করেন। শনিবারে নিজগ্রামে মায়ের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশগ্রহণ করে দুইদিন সখিপুরে অবস্থানের পর সোমবার তিনি জাতীয় স্মৃতিসৌধে অবস্থান কর্মসূচি পালন করেন। বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের পর সারাদেশ সফর করবেন তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুবনেতা আলী হোসেন মন্ডল, সরদার শাকিল আহমেদ, রাসেল মোহাম্মদ ডালিম, ফারুক আহমেদ, আতিকুর রহমান সাদেক, মাঈনুদ্দিন উজ্জ্বল, ছাত্রনেতা সোলায়মান শরীফ, মেহেদী স¤্রাট, আলমগীর হোসেন, ইমরোজ হাসান টিপুসহ অর্ধশতাধিক নেতাকর্মী তার সাথে রয়েছেন।