ডেস্ক: ভারতের অন্ধপ্রদেশ রাজ্যের গভীর জঙ্গলে পুলিশের চালানো এক অভিযানে চন্দনকাঠের অন্তত ২০জন চোরাকারবারি মারা গেছে।
সোমবার রাত থেকে শুরু হওয়া পুলিশের এক বিশেষ অভিযানে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গছে, চন্দন কাঠ চুরি ঠেকাতে সম্প্রতি পুলিশ একটি টাস্ক ফোর্স গঠন করেছে। তার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। ভারতের অন্ধপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক এই তিন রাজ্যের সীমান্ত যেখানে মিশেছে সেখানকার ঘন জঙ্গলে রয়েছে চন্দনকাঠের বন। সেই বন থেকে প্রতিদিন চুরি হচ্ছে চন্দন কাঠ।
অন্ধ পুলিশের মহানির্দেশক জে ভি রামুডু জানান, তাদের টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়েছিল শত শত চোরাকারবারি ও কুলি লাল চন্দনের বনে জড়ো হয়েছে। তাদের ধরতে টাস্ক ফোর্স যখন জঙ্গলে হানা দেয়, তখন কুড়ল-ছুরি-পাথর-লাঠিসোঁটা নিয়ে চোরাকারবারিরা পুলিশকে আক্রমণ করলে তারাও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়।
ঘটনাটি স্পর্শকাতর হয়ে উঠেছে কারণ নিহতরা প্রায় সবাই পাশের রাজ্য তামিলনাড়ুর ইরোড ও ভেলোর জেলার বাসিন্দা।
তথ্য সূত্র : বিবিসি