বাংলার খবর২৪.কম,কুড়িগ্রাম: জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী মো. তাইজুল ইসলাম (চশমা) ও মো. আলমগীর হোসেন (কাপ পিরিচ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এ ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৬শ’ ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬শ’ ৩৭ ও মহিলা ভোটার ৫ হাজার ৯শ’ ৮৮ জন।
ভোট গ্রহণে ৯ জন প্রিজাইডিং অফিসার এবং ৫৮ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া পুলিশের সমন্বয়ে ৩টি ভ্রাম্যমাণ মোবাইল আদালত পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ অফিসার, ৪ জন পুলিশের সদস্য ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ভোট কেন্দ্রগুলোর মধ্যে পশ্চিম চর বিদ্যানন্দ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও রতিগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র দু’টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯টি কেন্দ্রে ৯০ জন পুলিশ এবং ১৩৫ জন আনসার দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপি’র চেয়ারম্যান মো. আবুল হাসেম দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান