ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনায়ও (রিভিউ) ফাঁসি বহাল রেখেছেন আদালত। আদালতের এ রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এক বার্তায় জানান, কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে। আর রাজধানীসহ সারাদেশে ২৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান