রূপগঞ্জ : রূপগঞ্জে যুবক রফিকুল ইসলাম হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল-আমিন (২৬) নামে এক জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আল-আমিন ওই এলাকার ইসকান্দার মিয়ার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম। গত রোববার রাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন কৃষ্ণনগর এলাকার রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হয় আরো ৫ জন।