গাজীপুর: ভাওয়াল জাতীয় উদ্যান থেকে উদ্ধারকৃত দুই শিশুর লাশের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, নাভিল (৯) ও নাজমুল হাসান (৫)। রাজধানীর বাড্ডা থেকে তাদেরকে গত শনিবার অপহরণ করা হয়েছিল। এদের বাবার নাম সামসুল ইসলাম। ময়মনসিংহ জেলার নান্দাইল গোসাই চান্দরা গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে সোমবার সকালে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ৬নং গেট থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ধলিপুকুরের পাশের গজারীবন থেকে দুই ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দুই শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে বিকেলে তার বাবা সামসুল হক ও মা হেলেনা গাজীপুরের হাসপাতালে এসে তাদের সন্তানের লাশ শনাক্ত করেন।
নিহতের মা হেলেনা বেগম জানায়, রাজধানী ঢাকার মধ্যবাড্ডা এলাকার জনৈক জাহিদুলের বাসায় স্বামী-সন্তান এবং তার ছোট বোন ঝর্ণা ও বোনের স্বামী রুবেলসহ (৩৫) একত্রে ভাড়া থাকেন। তিনি বিভিন্ন বাসায় ঝি’র কাজ করেন এবং তার স্বামী দিনমজুরের কাজ করেন। আর তার বোনের স্বামী রুবেল স্থানীয় একটি গ্যারেজে চাকরি করতো।
গত এক সপ্তাহ আগে ঝর্ণা ও রুবেলের মধ্যে দাম্পত্য কলহ হয়। পরে তাদেরকে ওই বাসা থেকে বের করে দেন সামসুল হক । এর দু’দিন পর ঝর্ণা আবার বোনের বাসায় ফিরে গেলেও ঝর্ণার স্বামী রুবেল পাশের গ্যারেজই থাকে।
গত শনিবার বেড়ানোর কথা বলে শিশু নাভিল ও নাজমুলকে নিয়ে রুবেল বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে রুবেলের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। এর দু’দিন পর সোমবার সামসুল ও হেলেনা গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের গজারী বনের ভেতর থেকে তাদের শিশু সন্তানদের লাশ উদ্ধারের খবর পান। নিহত শিশু নাভিল ও নাজমুল মধ্যবাড্ডা মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল বলে তার মা জানিয়েছেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, এ ব্যাপারে শনিবার সামসুল হক বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছেন। সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত রুবেলের সন্ধান পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।