বাংলার খবর২৪.কম : খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২১ আগস্ট হাসিনাকে হত্যার মধ্য দিয়ে জিয়ার অসমাপ্ত কাজ শেষ করতে চেয়েছিলেন তারেক রহমান।
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা আইভি রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৫ আগস্ট জন্মদিন পালন করে খালেদা জিয়া। আর ২১ আগস্ট হাসিনাকে হত্যা করা হলে জন্মদিন পালন করতেন তারেক রহমান।
কামরুল বলেন, ২১ আগস্ট মামলার বিচার কাজ চলছে। মুফতি হান্নান জবানবন্দী দিয়েছে, যে এ ঘটনার সঙ্গে তারেক রহমান জড়িত। তারেক রহমানের সঙ্গে এ নিয়ে হাওয়া ভবনে তার বৈঠকও হয়েছিলো। সে পরিকল্পনা অনুযায়ীই এ হামলা করা হয়েছিলো। আমারা কোনো জজ মিয়া নাটক করিনি। প্রাথমিকভাবে এই মামলায় তারেক রহমান ও বিএনপি নেতাদের অভিযুক্ত করা হয়েছে। দ্রুততম সময়েই মামলা বিচার কাজ শেষ হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, এডভোকেট সাহারা খাতুন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান