ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান নিজের ফাঁসির আদেশের কপি হাতে পেলে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না।
সোমবার রাতে কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান তার ছেলে হাসান ইকবাল।
তিনি জানান, রায়ের কপি হাতে পেলে আইনজীবীদের সাথে কথা বলে তিনি (কামারুজ্জামান) সিদ্ধান্ত নেবেন ক্ষমার আবেদন করবেন কি না।
তিনি আরো জানান, তার বাবা মানসিক ও শারীরিকভাবে দৃঢ় আছেন। নিজের ফাঁসির রায় কার্যকর নিয়ে মোটেই বিচলিত নন।
তিনি বলেন, তার রায় কার্যকর করা নিয়ে তিনি এবং আমরা কেউ বিচলিত নই। তাকে আমরা হাসিমুখে বিদায় জানিয়েছি।
তিনি আরো বলেন, যে অভিযোগে তার ফাঁসি দেয়া হচ্ছে তা ঐতিহাসিকভাবে ভিত্তিহীন। তার উপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহর আদালতে এর বিচারের ভার দিয়েছেন তিনি।
হাসান ইকবাল আরো বলেন, তরুণ প্রজন্ম এ প্রহসনের বিচারের সমুচিত জবাব দেবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান