ঢাকা : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা।
এই দেখাই শেষ দেখা কি না এমন প্রশ্নের জবাবে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল বলেছেন, ‘এ দেখা শেষ দেখা নয় কারণ শেষ দেখা হলে অন্তরঙ্গভাবে কথা বলার সুযোগ পাওয়া যেত। আজ আমাদের সে সুযোগ দেয়া হয়নি।’
নিজের কৃতকর্মের বিষয়ে তিনি অনুতপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে কামারুজ্জামানের ছেলে বলেন- তিনি অপরাধই করেননি অনুতাপের প্রশ্নই আসেনা।
তিনি আরো বলেন, তিনি আমাদেরকে অতীতের মতই পরামর্শ দিয়েছেন-সৎভাবে চলার এবং হালাল উপার্জন করার।
এর আগে সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। এরপর রাত পৌনে ৮টার দিকে বেরিয়ে আসেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান