ঢাকা : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার সকাল ৯ টার দিকে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এরপরই সদর দফতর থেকে পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সদর দফতরের মিডিয়া শাখা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে কামারুজ্জামানের রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার ও যেকোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থায় দেখা গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গোয়েন্দা পুলিশকে (ডিবি) ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান