নীলফামারী: বিমানের সৈয়দপুর-ঢাকা রুটে উদ্বোধনী ফ্লাইটই বাতিল করেছে কোন পূর্ব ঘোষণা ছাড়াই। ফলে সৈয়দপুর বিমান বন্দর থেকে ফেরত যেতে হয়েছে ৪৭ যাত্রীর।
বিমান বাংলাদেশের এই ফ্লাইটি সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে সৈয়দপুর থেকে ছেড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা ছিল। কিন্তু সকল প্রস্তুতির পর আকস্মিকভাবে উদ্ধোধনী ফ্লাইট স্থগিত করা হয়।
তবে কি কারণে হঠাৎ ফ্লাইট স্থগিত করা হয়েছে তার কোন সুর্নিদিষ্ট কারণ জনায়নি বিমান কর্তৃপক্ষ।
দেশের অভ্যন্তরীণ সাত রুটে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ড্যাশ-৮-কিউ-৪০০ মডেলের দুটি এয়ারক্রাফট মেঘদূত ও ময়ূরপঙ্খী নামের এ দুটি উড়োজাহাজের মাধ্যমেই দেশে বিমানের অভ্যন্তরীন রুটে বিমান চলাচল করার কথা ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি এলাকায় কেক কেটে এই ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক উদ্ধোধন করেছিলেন। সোমবার ছিল ঢাকা সৈয়দপুর ঢাকা পথের বিমান বাংলাদেশের উদ্বোধনী ফ্লাইট। যা সপ্তাহের সোম, বৃহস্পতি ও শনিবার ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে চলাচল করবে। এ জন্য টিকেট বিক্রিও করা হয়।
উদ্বোধনী যাত্রায় সৈয়দপুর থেকে ঢাকার যাত্রী সংখ্যা ছিল ৪৭ জন। কিন্তু আকস্মিক ওই ফ্লাইট স্থগিত করায় ওই সকল বিমান যাত্রীরা সৈয়দপুর থেকে ঢাকা যেতে পারলো না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক যাত্রী আক্ষেপ করে বলেন, বাংলাদেশ বিমান বেশ কিছু দিন ধরে ব্যাপক ঢাকঢোল পেটাচ্ছিল এ বিষয়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক আবু আহমেদ জানান, উদ্বোধনী বিমানটি ঢাকা থেকে বিকেল ৪টায় ছেড়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল ৪টা ৫০ মিনিটে। আবার যাত্রী নিয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে সৈয়দপুর ছেড়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
কিন্তু বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে ফ্লাইট স্থগিতের বিষয়টি তাকে জানানো হয়। তবে তিনি ফ্লাইট স্থগিতের সঠিক কারণ জানাতে পারেননি।