বাংলার খবর২৪.কম: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার বাংলার মানুষ চায়। এই হামলার বিচার শুরু হয়েছে। এর বিচার বাংলার মাটিতে হবেই।’
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আইভি রহমানের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আলোচনা সভার আয়োজন করে আইভি রহমান মৃত্যু বার্ষিকী পালন কমিটি।
সাজেদা চৌধুরী বলেন, ‘এই হত্যাকান্ডের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল একটি মহল। কিন্তু সেটা সফল হয়নি। আল্লাহর বিশেষ রহমতে সেদিন শেখ হাসিনা প্রাণে বেঁচে যান।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, নারী নেত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান