শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় আরিফ হোসেন দুলাল (৩৮) নামের এক কলেজ শিক্ষকের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে পুলিশ। এসময় তার স্ত্রী শাহানা বেগম (৩০) ও তার ছেলে দশম শ্রেণির ছাত্র লিপুকেও (১৪) বেদম মারধর এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষক-ছাত্র ও স্থানীয় জনগণ থানা ঘেরাও করে বিক্ষোভ করে।
রোববার বিকেল ৪টার দিকে রায়েন্দা পাঁচরাস্তা এলাকায় আরিফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন দুলাল তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক।
জানা যায়, পরে পুলিশ তাদের ৩ জনকে গুরুতর আহত অবস্থায় তুলে নিয়ে থানা হাজতে আটকে রাখে।
ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষক-ছাত্র ও স্থানীয় স্থানীয় জনগণ থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মন্ডল আহত আরিফ ও তার স্ত্রী-ছেলেকে থানা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম দাবি করেন, আরিফ ও তার প্রতিপক্ষ আবুল কালাম আজাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ বাধে।
এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আরিফ ও তার স্ত্রী-ছেলে পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই মাহবুব হোসেন আহত হয়। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে, শিক্ষক নেতারা ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান ৬ এপ্রিল থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য আকলিমা বেগম, স্থানীয় বাসিন্দা আনোয়ার খান, শিরিন বেগম ও সেতারা বেগম জানান, পুলিশের এমন অমানবিক নির্যাতন তারা আর কখনো দেখেনি।
আরিফের পিতা মুক্তিযোদ্ধা সাইয়েদুর রহমান হাওলাদার বলেন, কোনো মামলা বা অভিযোগ ছাড়াই পুলিশ এই নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার করা না হলে তিনি প্রকাশ্যে আত্মহত্যা করবেন।
ইউএনও মোহাম্মদ অতুল মন্ডল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার জানান, আরিফের ডান হাত ও বাম পা ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এক্স-রে করার পর প্রকৃত বিষয় জানা যাবে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ জানান, ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা না হলে ৬ এপ্রিল থেকে শরণখোলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্ল্যা জানান, তিনি ঘটনা শুনেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।