ডেস্ক : দেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়া ও রাজশাহীসহ বেশ কয়েকটি জায়গায় প্রচ- বেগে শনিবার রাতে যে কালবৈশাখী ঝড় হয়েছে তাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে দাঁড়িয়েছে।
এদিকে বগুড়াসহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন জায়গায় এখনও বিদ্যুৎ নেই। ঝড়ে শতশত কাঁচা ঘর-বাড়ি নষ্ট হয়েছে। ফসল ও গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বগুড়া ছাড়াও তীব্র এই ঝড় বয়ে গেছে গাইবান্ধা, নওগাঁ, সিরাজগঞ্জ ও রাজশাহীর উপর দিয়ে।
বগুড়ার স্থানীয় প্রশাসন বলছে, এই জেলাতেই অন্তত ১৪ জন নিহত হয়েছে।
তবে বেসরকারি সূত্র বলছে, নিহতের সংখ্যা কমপক্ষে ১৯।
শেরপুরের একজন বাসিন্দা তোফাজ্জল হোসেন জানান যে তিনি তার ৭০ বছরের জীবনে এতো দীর্ঘ সময় ধরে চলা ঝড় কখনো দেখেননি।
তিনি বলেন, ৪০ থেকে ৫০ মিনিট ধরে এই ঝড় বয়ে গেছে। গ্রামাঞ্চলের আম, কাঁঠাল, লিচুসহ ইউক্যালিপটাস গাছের বাগান ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- বগুড়ায় ঝড়ের গতিবেগ ছিলো ঘণ্টায় ৯৬ কিলোমিটার।
বগুড়া থেকে সাংবাদিকরা জানান, পুরো জেলার ওপর দিয়ে ঝড়টা বয়ে গেছে। শহরেই পাঁচজন মারা গেছে। হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে। এবং ঝড়ের পর জেলার কোথাও বিদ্যুৎ আসেনি।
আগামী দু’তিন দিনেও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে কর্তৃপক্ষ দুশ্চিন্তা প্রকাশ করছে।
সূত্র : বিবিসি