ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে রিমান্ড আদেশ ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে তার রিমান্ড আদেশকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
রোববার বিকেলে রিজভীর পক্ষে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা জেলার ডিসি, শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মামলার তদন্তকারী কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।
উল্লেখ্য, রাজধানীর শেরে বাংলা নগর থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা একটি মামলায় রিজভীকে গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করা হলে ৩১ মার্চ ঢাকামহানগর হাকিম তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। সেই রিমান্ড আদেশকে চ্যালেঞ্জ ও মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে গত ২ এপ্রিল আবেদন করেন রিজভী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান