ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা অভিযোগের সত্যতা খুঁজে পাননি রিটার্নিং অফিসার।
রোববার বিকেলে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রায় এক ঘণ্টা সাঈদ খোকনকে জেরা করেন ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোরশেদ।
সারওয়ার মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘সাঈদ খোকনের বিরুদ্ধে মসজিদে ও নামাজের পর জনতার মাঝে নির্বাচনী প্রচারণার যে অভিযোগ এসেছে তার সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রার্থীর সঙ্গে প্রায় এক ঘণ্টা জেরা করা হয়েছে।’
জেরা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সাঈদ খোকন বলেন, ‘আমি এই কমিশনের প্রতি আস্থাশীল, অনুগত। এ জন্য আইনজীবী না পাঠিয়ে আইনজীবীসহ সরাসরি নিজেই উপস্থিত হয়েছি। কমিশন যে নোটিশ দিয়েছিল তার লিখিত জবাব দিয়েছি। আশা করি, কমিশন বুঝবে।’
খোকন আরো বলেন, ‘চকবাজার মসজিদে আমি নামাজে গিয়েছিলাম। সেখানে আমি ধর্মীয় রীতি অনুযায়ী মুসলমান হিসেবে মুসল্লিদের সঙ্গে হাত মিলিয়েছি। এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আশা করি বিষয়টি মীমাংসা হয়ে যাবে।’
মিহির সারওয়ার মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে তিনি মসজিদে কথা বলেছেন কিংবা নামাজের পড়ে জনতার মাঝে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আমরা গণমাধ্যমে যা দেখেছি সে বিষয়ে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের কাছে বলেছেন, শুধু নামাজ পড়তে গিয়েছিলেন, অন্য কিছু নয়। আর ধর্মীয় রীতি অনুযায়ী মুসলমান হিসেবে মুসুল্লিদের সঙ্গে হাত মিলিয়েছেন।’
মিহির সারওয়ার মোরশেদ আরো বলেন, ‘আমরা সাঈদ খোকনকে বলেছি, আপনার বাসা থেকে মসজিদের দূরত্ব কত? তিনি জবাবে বলেছেন, তার বাসার পাশেই মসজিদ। আমরা উনাকে বলেছি, ভবিষ্যতে যেন এমন কোনো কাজ না করেন যাতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়।’
এ সময় সাঈদ খোকনের সঙ্গে তার আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম উপস্থিত ছিলেন।