ঢাকা : নিজেদের স্বাচ্ছন্দ্য, ভবিষ্যত প্রজন্মের কথা ও নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের প্রতিবাদী ও সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
আর তা না হলে দেশের চলমান অবস্থা পরিবর্তন হবে না বলে মনে করেন তিনি।
রোববার রাজধানীর পিপলস ইউনিভার্সিটি বাংলাদেশ (পিইউবি) ক্যাম্পাসে নতুন ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নুতন ভোটাররা যাতে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সম্পর্কে জেনে-শুনে-বুঝে সুবিবেচনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় দেশ এখন ভালো নেই উল্লেখ করে ড. বদিউল বলেন, ‘দিন যতো যাচ্ছে ততোই অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তবে এ অবস্থায় আমরা যদি কিছু না করে নির্লিপ্ত হয়ে থাকি তবে হতাশা আমাদের ঘিরে ধরবে। অবস্থা আরো ভয়াবহ হবে।’
ড. বদিউল আলম বলেন, ‘১৯৭১ সালে দেশের মানুষ একজন আরেকজনকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছে আর এখন একজন আরেকজনকে মারার প্রতিযোগিতা করে। নাটক তৈরি করে মানুষকে মারা হচ্ছে।’