ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার পাল্টে গেলেও শিক্ষা যেন ব্যাহত না হয় সেই লক্ষেই তার সরকার এমন একটা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চায়।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ এর উপদেষ্টা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষার উন্নয়নে সব রাজনৈতিক দলের মনোভাব এক নয় উল্লেখ্য করে তিনি বলেন, এ অবস্থায় সরকার অবৈতনিক শিক্ষা বিনামূল্যে বই বিতরণ, নারী শিক্ষার যেসব কার্যক্রম হাতে নেয়া হয়েছে তা অক্ষুণœ রাখতেই শিক্ষা সহায়তা ট্রাস্টকে আরো জোরদার করতে হবে।
অর্থের অভাবে দরিদ্র ছেলে-মেয়েদের শিক্ষা যেন থেমে না যায় সে জন্য সরকার নানা পদেক্ষপ নিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কেবল সরকার একা নয় সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসতে হবে।
এ জন্যই ট্রাস্ট ফান্ডে বিত্তশালীদের অনুদান বাড়ানোরও আহ্বান জানান তিনি।