ঢাকা: চলমান রাজনৈতিক সংকটে দেশের ১১টি খাতে উৎপাদন ক্ষতি হয়েছে ৪ হাজার ৯০০ কোটি টাকা। যা জিডিপি হিসেবে এ ক্ষতির পরিমাণ শুন্য দশমিক ৫৫ শতাংশ বলে উল্লেখ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ(সিপিডি)।
রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে ২০১৫-১৬ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে সিপিডির প্রস্তাবনা জানাতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
‘বাজেট প্রস্তাবনা ২০১৫-২০১৬’ শীর্ষক ব্রিফিংয়ে জানানো হয়, অবরোধের ৮১ দিন এবং হরতালের ৬৭ দিনে মোট ১১টি খাত এই ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এটা সর্বনিম্ন। সব খাতকে অন্তর্ভুক্ত করে হিসেবে করলে পরিমাণ আরো বাড়বে।
খাতগুলো হল কৃষি, পোল্ট্রি, চিংড়ি, গার্মেন্টস, প্লাস্টিক, পরিবহন, ট্যুরিজম, ব্যাংকিং ও ইন্সুরেন্স, পাইকারী ও খুচরা ব্যবসা খাতের হিসেব করা হয়েছে। তবে আবাসন ও শিক্ষা খাতে ক্ষতির নিরুপণযোগ্য নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিপিডির প্রতিবেদনে সুপারিশ করা হয়, এ অবস্থায় সরকারকে বাজেট প্রণয়নে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নীতি-সংস্কার করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সিপিডির রিসার্চ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তৌফিকুল ইসলাম খান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান