ঢাকা : চলচ্চিত্রের উন্নয়নে ফিল্ম সিটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের চলচ্চিত্রের উন্নয়নে ফিল্ম সিটি নির্মাণ করা হবে। এ বিষয়ে ৫৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আমরা চলচ্চিত্রের উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছি। কারণ এফডিসি জাতির পিতার হাতে তৈরি।’
বক্তব্যকালে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দর্শককে হলমুখী করতে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। এফডিসি ও সিনেমা হলগুলোকে আরও আধুনিক করে গড়ে তুলতে কাজ করছে সরকার।’
চলচ্চিত্র উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে হবে। সে ব্যাপারে সকলকে প্রস্তুতি নিতে হবে। ইতোমধ্যে ১০টি সিনেমা হল ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তিনশটি সিনেমা হল ডিজিটাল করা হবে।’