চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে আওয়ামী পন্থী হলুদ দল। অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের ভরাডুবি হয়েছে।
হলুদ দল থেকে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী এস.এম খসরুল আলম কুদ্দুসী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৬৬ জন হলেও ভোট দিয়েছেন মোট ৭২৬জন। এর মধ্যে শিক্ষা ছুটিতে আছেন ১০৬ জন ও ভোট দেননি ৩৪ জন।
সভাপতি পদে আবুল মনছুর পেয়েছেন ৪৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের প্রার্থী মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভাগের অধ্যাপক ড. মো. শওকতুল মেহের পেয়েছেন মাত্র ২৪৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের খসরুল আলম কুদ্দুসী পেয়েছেন ৪৬৩ ভোট এবং সাদা দলের প্রার্থী অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম পেয়েছেন মাত্র ২১৫ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে হলুদ দলের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্ত্তী ৪২৪ ভোট, যুগ্ম সম্পাদক পদে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের মো. অহিদুল আলম ৪০৩ ভোট এবং কোষাধ্যক্ষ পদে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী ৪৪০ ভোটে নির্বাচিত হয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান