বাংলার খবর২৪.কম,ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞ (হলোকাস্ট) থেকে বেঁচে যাওয়া তিন শতাধিক প্রভাবশালী ইহুদি ও তাদের উত্তরসূরীরা।
ওই ইহুদীদের সংগঠন দ্য ইন্টারন্যাশনাল জিউইশ অ্যান্টি-জায়নিস্ট নেটওয়ার্ক এক বিবৃতিতে এ দাবি জানায়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নোবেল জয়ী লেখক এলি উয়িজেল’র লেখা এক বিজ্ঞাপনে সাড়া দিয়ে এই বিবৃতিটি তৈরি করা হয়েছে। যা শনিবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে।
ওই বিবৃতিতে ইসরায়েলি নৃশংসতার নিন্দাও করা হয়েছে । এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি দখলের মাধ্যমে উপনিবেশিকরণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গাজার ওপর থেকে দীর্ঘদিনের অবরোধ উঠিয়ে নেয়ার পাশাপাশি ইসরায়েলকে বয়কট করারও আহ্বান জানান বিবৃতিতে স্বাক্ষরকারীরা।
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের বর্ণবাদি মনে করাকে অমানুষিক ও অমানবিক হিসেবে উল্লেখ করেন তারা।
এজন্য ইসরায়েলকে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিকভাবে একঘরে করা উচিত বলে মনে করেন প্রভাবশালী এই ইহুদিরা।