ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন; সেই রায় পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তির পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।
শনিবার ঢাকার কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর
আইনজীবী শিশির মনির সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “রিভিউ আবেদনের শুনানিসহ প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আমরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করতে এসেছিলাম।”
“রিভিউ আবেদনের নিষ্পত্তি হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
কামারুজ্জামান সুস্থ ও স্বাভাবিক আছেন বলেও এ সময় সাংবাদিকদের জানান শিশির মনির।
শিশির মনিরসহ আইনজীবী এহসান এ সিদ্দিক, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেন।
রিভিউ আবেদনের বিষয়টি আপিল বিভাগের রোববারের কার্যতালিকার ছয় নম্বর ক্রমে রাখা হয়েছে। গত বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে ৫ মার্চ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন কামারুজ্জামান।
আপিল বিভাগের রায়ে একজন বিচারক দণ্ডের বিষয়ে ভিন্নমত পোষণ করেছিলেন। তার পয়েন্টগুলো ধরেই এই রিভিউ আবেদন করা হয়েছে বলে কামারুজ্জামানের আরেক আইনজীবী তাজুল ইসলাম এর আগে জানিয়েছিলেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি, যার সর্বোচ্চ সাজার রায় কার্যকরের আগে রিভিউয়ের পর্যায়ে এসেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান