ফারুক আহমেদ সুজন : বিআরটিএ’র উপ-পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িত প্রধান সন্দেহভাজন জহিরুল ইসলাম পলাশকে এখনো খুঁজে পায়নি পুলিশ। তবে তার সন্ধানে অফিস, বর্তমান ও স্থায়ী ঠিকানায় কয়েক দফা তল্লাশি চালানো হয়েছে। এদিকে পলাশের সঙ্গে যৌথভাবে শীতাংশু শেখর যে ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তার উৎস নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। হয়তো ওই টাকাই ডেকে এনেছে কৃষ্ণার অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এ হত্যাকাণ্ডের পর শীতাংশুর বিনিয়োগকৃত ১৫ কোটি টাকার বিষয়টিও আলোচনায় আসছে। বিপুল পরিমাণ এই অর্থের উৎস নিয়েও তদন্ত করছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। পলাশকে এখনো আটক করা না গেলেও তিনি যেন দেশ ত্যাগ না করতে পারেন সেজন্য বিমানবন্দরগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ‘পলাশ দেশেই আছেন।’ এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, সম্ভাব্য সব স্থানে পলাশের খোঁজে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পল্লবীতে তার বাসায় এখনো পলাশের পরিবার অবস্থান করছেন। এসআই মাহবুবর বলেন, ‘ধারণা করছি পলাশ এখনো দেশেই আছেন।’ গেল সোমবারের এই ঘটনায় আহত কৃষ্ণার দুই মেয়ে শ্রুতি ও অরিত্রী এবং শেখর কারো সঙ্গেই এখনো খোলামেলা কথা বলতে পারেনি পুলিশ। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এসআই মাহবুবর বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহতদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তারা সুস্থ হলেই তাদের কাছ থেকে জানা যাবে যে ওই দিন কী ঘটেছিল।’ তবে শেখরের বিনিয়োগকৃত ১৫ কোটি টাকার বিষয়ে কোনো মন্তব্য করেননি মাহবুবর। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘যেহেতু এখনো আসামিকে ধরা সম্ভব হয়নি এবং অসুস্থ থাকায় ভিকটিমদের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, তাই কোনো বিষয় নিয়েই এখন মন্তব্য করা ঠিক হবে না।’ শেখরের বিনিয়োগ করা ওই ১৫ কোটি টাকাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে কি না- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে ইতোমধ্যে আলোচনায় উঠে আসা সবকটি বিষয় নিয়েই কাজ চলছে।’ ওসি বলেন, ‘ঘটনার পর থেকে একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। আসামি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সে জন্য ইমিগ্রেশনেও বার্তা দেয়া হয়েছে।’ গোয়েন্দা সূত্র জানায়, সত্যিই যদি ১৫ কোটি টাকা বিনিয়োগকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই শীতাংশু শেখরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন সরকারি কর্মকর্তা হয়েও এতো বিপুল পরিমাণ অর্থ তিনি কোথায় পেলেন সে বিষয়টি কোনভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। সে ক্ষেত্রে কেঁচো খুড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার আশঙ্কা আছে বলে মন্তব্য করে সূত্রটি। গুলশানের ১ নম্বরে হাজী আহমেদ ব্রাদার সিকিউরিটিজে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পলাশের সঙ্গে শীতাংশু শেখরের বেশ ভালো সম্পর্ক ছিল। শীতাংশু শেখর প্রায়ই এই অফিসে আসতেন। তবে গত তিন মাস ধরে শীতাংশু শেখর খুব একটা আসতেন না। পলাশের সঙ্গে শেয়ার বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে শীতাংশু শেখরের মতবিরোধ চলছিল। র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ জানান, পলাশকে গ্রেপ্তারের জন্য রাজশাহীর বোয়ালিয়া থানাধীন তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। শীতাংশু শেখরের ভাতিজা ডা. প্রত্যয় বিশ্বাস বলেন, ‘নিহত কৃষ্ণা কাবেরী বিশ্বাসের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মরচ্যুয়ারিতে রাখা হয়েছে। নিহতের স্বামী ও দুই মেয়ে সুস্থ হলেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তিনি জানান, ছোট মেয়ে অরিত্রীর অবস্থা এখনো সঙ্কটাপন্ন। বুধবার বিকেলে শীতাংশু শেখর ও অরিত্রীর মাথায় অস্ত্রোপচার হলেও এখনই চিকিৎসকরা তাদের বিষয়ে কিছুই বলতে পারছেন না। তবে বড় মেয়ে শ্রুতি বিশ্বাসের অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকের পরামর্শে এখনো পর্যন্ত তাদের কাউকেই কৃষ্ণার মৃত্যুর খবর দেয়া হয়নি। গত সোমবার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের ৩/১২ নম্বর বাড়িতে হামলায় বিআরটিয়ের উপ-পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাস নিহত হন। এ ঘটনায় শীতাংশু শেখর ও তাদের দুই মেয়ে গুরুতর আহত হন। এরপর মঙ্গলবার রাতে শীতাংশুর ভাই সুধাংশু শেখর বিশ্বাস বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে জহিরুল ইসলাম পলাশকে আসামি করা হয়
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান