রূপগঞ্জ : রূপগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে রূপগঞ্জ থানার এএসআই আনিছ ও এএসআই মনির উপজেলার বিভিন্ন এলাকার যুবকদের আটক করে মাদক মামলায় জড়ানোর হুমকি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
পুলিশের দাবিকৃত টাকা না দিলেই মাদক মামলায় জড়িয়ে আদালতে প্রেরণ করে। গত ২৫ মার্চ থানার এএসআই আনিছ রূপগঞ্জের বাগবের এলাকা থেকে ইছাপুরা যাওয়ার পথে কাদিরারটেক গ্রামের সুমন ভুঁইয়াকে মোটরসাইকেলসহ আটক করে। পরে ৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়। ওই সময় আরো ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়ায় ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় এএসআই আনিছ, মনির পুনরায় ইছাপুরা ব্রিজ এলাকা থেকে সুমন ভুঁইয়াকে ধাওয়া করে। এ সময় সমুন দৌঁড়ে পালিয়ে গেলে তার ব্যবহৃত মোটরসাইকেল এফজেড (ঢাকা মেট্টো-ল-২৫-০০৬০) অটোরিকশায় তুলে রূপগঞ্জ থানায় নিয়ে আসে। এ ধরণের ঘটনা নিত্যদিনের।
সুমন ভুঁইয়া জানান, আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। প্রায় সময়ই এএসআই আনিছ ও মনির মোবাইল ফোনে টাকা দাবি করে। টাকা না দিলেই মাদক মামলায় গ্রেফতারের হুমকি দেয়। উপজেলার ইছাপুরা, বাগবের, ভক্তবাড়ি এলাকার লোকজন এ দুই এএসআইয়ের কাছে জিম্মি হয়ে পড়েছে। বৃহস্পতিবার আমার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল সেটটি পুলিশ নিয়ে গেছে।
অভিযুক্ত এএসআই আনিছ ও মনির জানান, সন্দেহের ভিত্তিতে সুমন ভুঁইয়াকে আটকের চেষ্টা করা হয়। তবে মোটরসাইকেল ও মোবাইল ফোন ফেলে গেলে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ধরণের সংবাদ আমার জানা নেই। তবে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান