রূপগঞ্জ: রূপগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর ৩ এপ্রিল শুক্রবার উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় ৪০ জন যুবককে মৎস চাষের উপর প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সার্টিফিকেট বিতরণী সভায় সভাপতিত্ব করেন ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. মো. সাইদুর রহমান সেলিম। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক মোঃ হানিফ মোল্লা, সাংবাদিক শহিদুল্লাহ গাজী, সুলতান মহিউদ্দিন প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। একই সময় রূপগঞ্জ ডিসিপ্লিন ক্লাবের সভাপতি সাকের আহম্মেদের হাতে ক্লাবের নিবন্ধন সনদপত্রও অতিথিরা তুলে দেন।