ঢাকা : আজ শনিবার বাংলাদেশের সব প্রান্ত থেকে আকাশে আংশিক চন্দ্র গ্রহণ দেখা যাবে।
সন্ধ্যা ৬টা ১২ মিনিটে দিগন্তের উপরে চাঁদ ওঠার পর গ্রহণ শুরু হবে। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আংশিক গ্রহণ ও রাত ৮টা ৫৯ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হবে।
বাংলাদেশ থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেলেও প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চল, আলাস্কা ও হাওয়াই থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে।
এবারের চন্দ্রগ্রহণ ১৩২ সরোজ সিরিজের অন্তর্গত। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।
শুক্রবার বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলরেখায় পৃথিবী চলে আসে। ফলে ওই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় পৃথিবী থেকে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে।
গ্রহণ চলাকালীন চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হয়। এর কারণ হল, সূর্যের কিছু আলো পৃথিবীর বায়ুম-লের মধ্যে দিয়ে বিকিরিত হয়ে চাঁদের ওপর পড়ে।
সূর্য থেকে বিচ্ছুরিত অনেক রংয়ের মধ্যে লাল রং পৃথিবীর বায়ুম-ল দিয়ে তুলনামূলকভাবে বেশি প্রতিসরিত হয়ে চাঁদের ওপর পড়ে, যে কারণে গ্রহণের চাঁদকে লাল দেখায়।
সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর হলেও চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর নয়। চন্দ্রগ্রহণ দেখতে বাইনোকুলার বা টেলিস্কোপ জরুরি নয়, তবে পরিষ্কার তথা ভালোভাবে দেখতে সেগুলোর ব্যবহার করা যেতে পারে। ছবি তোলার জন্য যেকোন জুম লেন্সসহ ক্যামেরাই যথেষ্ট।
চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য অনুসন্ধিৎসু চক্র নানা প্রস্তুতি নিয়েছে বলে চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা জানান।
কেন্দ্রীয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্পটি হবে ঢাকার আফতাবনগর প্রকল্পের উত্তরপ্রান্ত এলাকায়। মেঘমুক্ত আকাশ থাকাসাপেক্ষে ক্যাম্প শুরু সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে। গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ ক্যাম্প সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এই ক্যাম্প থেকে ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে। চন্দ্রগ্রহণ যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য ক্যাম্পে ৮ ইঞ্চি স্মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ থাকবে।
আর ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্র ও অ্যাস্ট্রোনমিকেল সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে একটি ক্যাম্প করবে।
এ ক্যাম্পে ৪ ইঞ্চি মাকসুতভ টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান