সিলেট : সিলেট নগরের একটি বাসায় সেপটিক ট্যাংকের গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গৃহকর্ত্রী ও তার দুই ছেলে মেয়ে আহত হয়েছে।
শুক্রবার রাত সোয়া ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বাসার গৃহকত্রী মৃত জাকির হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), মেয়ে জাহিদা আক্তার (২০), ছেলে জহির হোসেন (১৪)।
স্থানীয়রা জানান, বাসার ভেতর মানুষের চিৎকার ও আগুন দেখে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়
সিলেট দমকল বাহিনীর স্টেশন অফিসার জাবেদ হোসেন তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি বলেন, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে বাথরুমে যান জাহিদা। ওই সময় কমোডের ঢাকনা তুলতেই কমোডের গ্যাসে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
তবে রাত সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মনোয়ারা বেগম ও তার মেয়ে জাহিদা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওসমর ফারুক।
তিনি জানান, মনোয়ারা বেগম ও তার মেয়ে জাহিদার শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে।