ঢাকা : আবারও বাংলাদেশে আসছেন ভারতীয় সংগীতশিল্পী সুনীধি চৌহান। আগামী ১৭ এপ্রিল সুনীধি ঢাকায় একটি কনসার্টে অংশ নেবেন।
‘ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচে আম্পায়ার জোর করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে’ ভারতের বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে বিশ্বব্যাপী ক্রিকেট অঙ্গনে তুমূল বিতর্ক চলছে। আর এই সময়েই ভারতীয় শিল্পীকে বাংলাদেশে কনসার্ট করার সুযোগ করে দেয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে কথা উঠেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক বছরে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন সুনীধি। এতে তার আয়ও হয়েছে অনেক। শুধু সুনীধিই নয়, প্রায়ই দেখা যায় ভারতীয় শিল্পীদের বাংলাদেশে কনসার্টে অংশ নিতে। অথচ, বাংলাদেশের নামকরা শিল্পীদের ভারতে বেশ চাহিদা থাকা সত্ত্বেও সেখানে তারা কনসার্টের সুযোগ পাননা বা দেওয়া হয় না।
জানা গেছে, সুনীধি চৌহানের ঢাকায় কনসার্টের আয়োজন করছে মিউজিক হল নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদে আছেন আশীষ কুমার বিশ্বাস। ঢাকার মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে।
কনসার্ট শুরু হবে ওইদিন বিকালে। সুনীধি মঞ্চে উঠবেন সন্ধ্যায়। দুই ঘণ্টারও বেশি সময় গাইবেন তিনি।
কনসার্টে গান উপভোগ করার জন্য শ্রোতাদের কিনতে হবে দশ হাজার টাকা, পাঁচ হাজার টাকা, তিন হাজার টাকা অথবা দুই হাজার টাকা মূল্যের টিকিট। এতো বেশি মূল্যের টিকেটের কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। বিতর্ক দেখা দিয়েছে, এ মুহূর্তে ভারতীয় শিল্পীর সৌজন্যে বাংলাদেশে কনসার্ট আয়োজনের ঘটনায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান